সুপ্রিয় মিক্ষার্থীবৃন্দ,
আসসালামু আলাইকুম। আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি যে, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে "DRMC Youth Red Crescent" নামে একটি ক্লাব গঠন করেছেন মান্যবর অধ্যক্ষ স্যার। সে অনুযায়ী বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির সার্বিক নিয়ম-কানুন অনুসরন করে দু'টি দল (স্কুল ও কলেজ) গঠন করা হবে। কেবলমাত্র মানবসেবায় আগ্রহী, ত্যাগে বিশ্বাসী, নেতৃত্ব ও বন্ধুত্বের গুণাবলীসম্পন্ন শিক্ষার্থীরাই "DRMC Youth Red Crescent" ক্লাবের সদস্য হবে।
আগ্রহী শিক্ষার্থীবৃন্দ ক্লাবের সদস্য পদ গ্রহণের জন্য নিম্নের ফর্মটি পূরণ করবে। ফর্ম পূরণের শেষ তারিখ ও সময়: ৩১ আগস্ট ২০২২ রাত ১১:৫৯ ঘটিকা
ফর্মের লিংক:
স্কুল গ্রুপ- https://forms.gle/h2uEPwE55J362XxT9
কলেজ গ্রুপ- https://forms.gle/U9FTnZGgGrQ56pFe8
ফর্ম পূরণের পর বাছাইকৃত শিক্ষার্থীদের নিয়ে "DRMC Youth Red Crescent" কমিটি গঠন করা হবে।
ধন্যবাদন্তে
মডারেটর